নিজস্ব প্রতিবেদক :: বরিশালে জেলা প্রশাসন এর আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
টেকসই উন্নয়ন পর্যটন এই স্লোগান নিয়ে বিশ্ব পর্যটন দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন বরিশালের আয়োজনে আজ ২৭ সেপ্টেম্বর শনিবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয় পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে অতিথিরা বিশ্ব পর্যটন দিবস এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল মোঃ ওবায়দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন অনির্বান চাকমা, অতিরিক্ত ডিআইজি টুরিস্ট পুলিশ বরিশাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল লুসিকান্ত হাজংসহ অন্যান্য সুধী জন উপস্থিত ছিলেন।
বরিশালে রয়েছে জেলার অন্যতম পর্যটন কেন্দ্র নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত দুর্গাসাগর দিঘিতে আগত দর্শনার্থীদের জন্য দিঘিকে অধিকতর আকর্ষণীয় করে গড়ে তুলতে নানা ধরনের দৃষ্টিনন্দন কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন বরিশাল। এছাড়াও রয়েছে গুঠিয়া মসজিদ, উজিরপুরের শাপলার বিল, ত্রিশ গোডাউন বদ্ধভূমি, ডিসি লেক, বেলস্ পার্ক, কীর্তনখোলা নদীর নয়া অবিরাম দৃশ্য, বিবির পুকুর, বিভাগীয় জাদুঘর, অক্সফোর্ড মিশন চার্চ, উলানিয়া জমিদার বাড়ি, কড়াপুর মিয়াবাড়ি মসজিদ, কলসকাঠী জমিদার বাড়ি, কসবা মসজিদ, গৈলা মনসা মন্দির, মাহিলাড়া মঠ, লাকুটিয়া জমিদার বাড়ি, শের-ই-বাংলা স্মৃতি জাদুঘর, চাখারসহ বিভিন্ন পর্যটন স্থান রয়েছে।