নিজস্ব প্রতিবেদক :: নলছিটিতে সাংবাদিকদের সাথে ড. জিয়াউদ্দিন হায়দার স্বপনের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার স্বপন বলেন,গত দেড়যুগ সাংবাদিকরা অনেক নির্যাতিত হয়েছে। অনেকে সাংবাদিকতা ছেড়ে দিয়েছেন। তাই বিএনপি মনে করে অন্যান্য পেশার মত সাংবাদিক বান্ধব বাংলাদেশ গড়তে। সাংবাদিক হলো বাংলাদেশের চতুর্থ পিলার। সাংবাদিকরা পারে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। (আজ ২৯ সেপ্টেম্বর সোমবার) বেলা ১১ টার দিকে নলছিটি মার্চেন্টস্ মাধ্যমিক বিদ্যালয়ের সভা কক্ষে নলছিটি উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিশু হাসপাতালের অধ্যাপক ডা. এস এম খালিদ মাহমুদ শাকিল,ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আক্কাস সিকদার, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা মন্ডলির সদস্য মোঃ গোলাম মোস্তফা সালু, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনিসুর রহমান হেলাল খান,নলছিটি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ অহিদুল ইসলাম বাদল খন্দকার,নলছিটি উপজেলা প্রেসক্লাবের আহবায়ক মোহাম্মদ মোহসীন, নলছিটি উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব ও মাই টিভির নলছিটি উপজেলা প্রতিনিধি ও জাতীয় দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার নলছিটি উপজেলা প্রতিনিধি মোঃ রাশেদ খান মিঠু, চ্যানেল এস এর নলছিটি উপজেলা প্রতিনিধি ও নলছিটি উপজেলা প্রেসক্লাবের সদস্য মোঃ ইব্রাহিম খান আল আমিন, দৈনিক আজকালের কন্ঠ পত্রিকার নলছিটি উপজেলা প্রতিনিধি ও নলছিটি উপজেলা প্রেসক্লাবের সদস্য মোঃ সাখাওয়াত হোসেন সোহাগ সহ উপজেলা প্রেসক্লাবের সকল সদস্যগণ।