নিজস্ব প্রতিবেদক :: বরিশালের বাবুগঞ্জ উপজেলার পশ্চিম রহমতপুর গ্রামে এক স্কুল শিক্ষকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। বুধবার (১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে নিজ বাড়ির আঙিনায় গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় মোনায়েম হোসেন চৌধুরী (৪২) নামের ওই শিক্ষককে।
নিহত মোনায়েম হোসেন রহমতপুর ফুলকুঁড়ি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক হিসেবে দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি কিছুদিন ধরে পারিবারিক ও মানসিক চাপে ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেই চাপ থেকেই তিনি চরম এই সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন।
খবর পেয়ে বাবুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় এলাকাবাসীর মধ্যে শোকের পাশাপাশি গভীর হতবাক প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছি। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।”
অপ্রত্যাশিত এ মৃত্যুর খবরে সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।