এনায়েত হোসেন মোল্লা :: বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে জাতীয়বাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তরুণ নেতা সাইফ মাহমুদ জুয়েল বলেছেন, “তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক।” তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে।
বরিশাল ২ : উজিরপুর-বানারীপাড়া আসনে জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন সাইফ মাহমুদ জুয়েল। তরুণ এই প্রার্থী এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
জুয়েল বলেছেন, “আমি সংসদ সদস্য নির্বাচিত হলে এই অঞ্চলকে একটি আধুনিক জেলায় রূপান্তরিত করব। কর্মসংস্থান সৃষ্টি, সড়ক ও অবকাঠামোর উন্নয়নসহ সর্বক্ষেত্রে যুগোপযোগী পরিবর্তন এনে উজিরপুর-বানারীপাড়াকে একটি সমৃদ্ধ ও উন্নত এলাকায় পরিণত করাই আমার লক্ষ্য।”
সাইফ মাহমুদ জুয়েল আরও বলেন, “আমার নির্বাচনে জয়ী হলে এলাকার যুব সমাজকে মাদকের অন্ধকার জগত থেকে দূরে রেখে তাদের খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে কাজ করব। তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যৎ, তাদের সঠিক পথে এগিয়ে নেওয়াই হবে আমার প্রধান অঙ্গীকার।”
সাইফ মাহমুদ জুয়েল তার বক্তব্যে আরও বিএনপি ঘোষিত ৩১ দফা জাতীয় রূপকল্পের কথা তুলে ধরে বলেন, এ কর্মসূচির লক্ষ্য একটি আধুনিক, গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও কল্যাণমূলক বাংলাদেশ গঠন করা। তিনি বলেন, এই রূপকল্প বাস্তবায়িত হলে দেশ নতুন এক দিগন্তে প্রবেশ করবে।
তিনি যে মূল দফাগুলো তুলে ধরেন, তার মধ্যে উল্লেখযোগ্য হলো:
গণতন্ত্র পুনরুদ্ধার ও সাংবিধানিক সংস্কার:
স্বাধীন বিচার বিভাগ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কার:
স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানবাধিকার:
অর্থনীতি ও কর্মসংস্থান:
শিক্ষা, স্বাস্থ্য ও মানবসম্পদ উন্নয়ন:
নারী, যুব ও সংখ্যালঘু অধিকার:
অবকাঠামো, প্রযুক্তি ও পরিবেশ:
তিনি বলেন, “এই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, সমৃদ্ধ ও আধুনিক রাষ্ট্রে রূপান্তর করা সম্ভব। আর সেই পথের প্রথম পদক্ষেপ হলো তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে দেয়া।”