নিজস্ব প্রতিবেদক :: নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের প্রক্রিয়ায় থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-কে প্রতীক বেছে নিতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৭ অক্টোবরের মধ্যে দলটিকে একটি প্রতীক চূড়ান্ত করতে হবে।
তবে এনসিপির পছন্দের তালিকায় প্রথমে রাখা ‘শাপলা’ প্রতীক বরাদ্দ দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে ইসি। কারণ, নির্বাচন পরিচালনা বিধিমালার বর্তমান তালিকায় শাপলা প্রতীক নেই। এনসিপির আবেদনে শাপলা, কলম ও মোবাইল এই তিনটি প্রতীক প্রস্তাব করা হয়েছিল।
নির্বাচন কমিশন জানিয়েছে, বিধিমালা অনুযায়ী প্রতীক বরাদ্দ কেবল অনুমোদিত তালিকা থেকেই করা যাবে। ফলে দলটিকে এখন ইসির প্রস্তাবিত ৫০টি প্রতীকের মধ্যে থেকে একটি বেছে নিতে হবে।
ইসির পাঠানো তালিকায় রয়েছে—বেগুন, তবলা, হাঁস, ফুটবল, ফুলের টব, হেলিকপ্টার, ঘুড়ি, উটপাখি, মোরগ, প্রজাপতি, সেলাই মেশিন, লাউ, হরিণ, কলা, কম্পিউটার, বৈদ্যুতিক পাখা, ময়ূর, ফ্রিজ, সোফা, স্যুটকেসসহ মোট ৫০টি প্রতীক।
চিঠিতে আরও বলা হয়েছে, প্রতীক নির্ধারণ হলে সেটি দলটির জন্য সংরক্ষিত থাকবে। তবে পরবর্তীতে চাইলে দলটি অন্য প্রতীক চাইতে পারবে।