জাহিদুল ইসলাম মামুন :: ওয়ার্ডের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন করে প্রতিহিংসামুক্ত ওয়ার্ড গড়তে চান বরিশাল সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল বরিশাল মহানগরীর সাবেক সিনিয়র সহ-সভাপতি, ধান গবেষণা শ্রমিক ফেডারেশনের বরিশাল বিভাগীয় সভাপতি ও ২৩ নং ওয়ার্ড জনকল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আনোয়ার হোসেন। বরিশাল ডায়েরি'কে তিনি বলেন, বিগত বছরগুলোতে ২৩ নং ওয়ার্ডে উন্নয়নের কোনো ছোঁয়াই লাগেনি। অনুন্নত রাস্তাঘাট, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা রয়েছে। এই এলাকার অনুন্নত রাস্তাঘাট অপরিচ্ছন্ন ড্রেনেজ ব্যবস্থা, স্যুয়ারেজ লাইনসহ নানা ধরনের ভোগান্তি এলাকার মানুষের নিত্যদিনের সঙ্গী। এলাকাবাসী এবার দেখতে চায় নতুন মুখ। আমার প্রতি ঈর্শান্বিত হয়ে দলের প্রতিপক্ষ গ্রুপ আমার বিরুদ্ধে অপপ্রচার ও চক্রান্ত করছে। তিনি নির্বাচিত হলে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে উন্নত ওয়ার্ড গড়ার লক্ষ্যকে এগিয়ে নিয়ে যেতে চান। ভোটারদের সুখে দুঃখে পাশে থাকবেন বলে কথা দেন মোঃ আনোয়ার হোসেন। এ ছাড়াও দল-মত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে একসঙ্গে কাজ করা হবে বলেও জানান তিনি।
তিনি বলেন, ইনশাআল্লাহ আমি কাউন্সিলর নির্বাচিত হলে এই ওয়ার্ডে যে উন্নয়ন করবো তার প্রতিদান হিসেবে জনগণ আমার জন্য দোয়া করবে। এই ওয়ার্ডের কোনো এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত করবো। প্রত্যেকটি গলিতে নিরাপত্তার জন্য গেট ও সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিবো। রাস্তা সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থা আধুনিকায়ন, অসামাজিক কার্যকালাপ নির্মূল করবো। আমি এই ওয়ার্ডের জনগণের জন্য একটি আধুনিক কমিউনিটি সেন্টার তৈরি করব।
এই ওয়ার্ডের কোনো এলাকায় কোনো দখলদার বাহিনী থাকবে না। সব ধরনের ভাতা নির্দিষ্ট সময়ে সবার কাছে পৌঁছে দিবো।
সব রকমের ভোগান্তি অবসানে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি। এছাড়া, সর্বাধুনিক মডেল ওয়ার্ড গড়ার পাশাপাশি বৃক্ষ রোপণের মাধ্যমে এলাকাটিকে গ্রিন জোন হিসেবে গড়ে তুলতে চান তিনি।
তিনি বলেছেন, দীর্ঘদিন ধরে আমি রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত থেকে ওয়ার্ডের ইসলামী মাহফিল, শিক্ষা অনুষ্ঠান, সাধারণ মানুষের নির্যাতন প্রতিরোধ, সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলাসহ নাগরিক সুবিধা পেতে কাজ করেছি। এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে এলাকাবাসীর সাথে একসঙ্গে কাজ করেছি। ২৩ নং ওয়ার্ড বাসিন্দাদের আরও কাছে গিয়ে সেবা দিতে আমি কাউন্সিলর প্রার্থী হয়েছি। আমি আশাবাদী, আমার বিগত দিনে ২৩ নং ওয়ার্ডের সামাজিক উন্নয়ন ও সেবামূলক কর্মকাণ্ড বিবেচনা করে তাদের মূল্যবান ভোট দিয়ে কাউন্সিলর নির্বাচিত করবেন। আমি কাউন্সিলর নির্বাচিত হলে আধুনিক ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে বাসিন্দাদের প্রধান সমস্যা জলাবদ্ধতা নিরসন ও যানজটমুক্ত এবং ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা স্থাপন করে একটি আধুনিক ওয়ার্ড গড়তে কাজ করব। বেকারদের কর্মসংস্থানের পাশাপাশি শিশু-কিশোরদের খেলাধুলা ও মেধা বিকাশে খেলার মাঠ করব।