নিজস্ব প্রতিবেদক :: বরিশালে লেকের পাড়ে দেয়াল নির্মাণের প্রতিবাদে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বরিশালের ঐতিহ্যবাহী বিনোদন কেন্দ্র বেলস পার্কসংলগ্ন লেকের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করে পাড় ঘেঁষে দেয়াল নির্মাণের প্রতিবাদে অনুষ্ঠিত হয়েছে শিশুদের অনন্য উদ্যোগ—‘কালের সাক্ষী আমারও’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
রবিবার (৫ অক্টোবর) সকালে নগরীর বেলস পার্ক লেকের পাড়ে আয়োজন করা হয় এ প্রতিবাদী শিল্প আসরের। এতে বিভিন্ন বয়সী শতাধিক শিশু অংশ নেয় তাদের তুলির আঁচড়ে প্রকৃতিকে রক্ষা এবং পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে।
আয়োজকরা জানান, প্রাকৃতিক পরিবেশ রক্ষা ও নগরবাসীর বিনোদনের জায়গা সংরক্ষণের দাবিতে এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল নাগরিক সমাজকে সচেতন করা। বেলস পার্ক ও সংলগ্ন লেক বরিশাল নগরীর ঐতিহ্য ও সৌন্দর্যের প্রতীক উল্লেখ করে তারা বলেন, অবৈধ দেয়াল নির্মাণ শুধু প্রকৃতির ভারসাম্য নষ্ট করছে না, এটি নগরবাসীর অবসর সময় কাটানোর প্রাকৃতিক পরিসরকেও সংকুচিত করছে।
চিত্রাঙ্কনে অংশ নেওয়া ছোট্ট শিল্পীরাও তাদের ছবিতে ফুটিয়ে তুলেছে লেকের সৌন্দর্য রক্ষার বার্তা। কারো ছবিতে দেখা গেছে সবুজ গাছপালা ও মুক্ত আকাশের নিচে মুক্ত পাখি, আবার কেউ তুলিতে এঁকেছে দেয়ালের প্রতিবাদে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের প্রতিবাদের দৃশ্য।
নগরবাসী মনে করছেন, শিশুদের এই সচেতন উদ্যোগ পরিবেশ রক্ষায় বড়দেরও দায়িত্বশীল করে তুলবে।