নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরীর ৩০ নং ওয়ার্ডে বিএনপির ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কারের লিফলেট বিতরণ করেন, আফরোজা খানম নাসরিন
বরিশাল নগরীর ৩০ নং ওয়ার্ডে বিএনপির ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি’ বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) বিকালে এ লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন। এ সময় তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাধারণ মানুষের হাতে হাতে বিএনপির রাষ্ট্র সংস্কারের রূপরেখা তুলে ধরেন।
আফরোজা খানম নাসরিন বলেন, “দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার ফিরিয়ে দিতে বিএনপি ঘোষিত ৩১ দফাই হতে পারে একটি নতুন পথনির্দেশনা। মানুষের হাতে এই বার্তা পৌঁছে দিতে আমরা ঘরে ঘরে যাচ্ছি।”
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।