
নিজস্ব প্রতিবেদক :: বরিশালে এএসআই শহিদুলের দুরদর্শী তদন্তে কোতয়ালী থানা পুলিশের সাফল্য, হারানো আইফোন ফিরে পেল মালিক।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডে৯ল থানার দ্রুত পদক্ষেপ ও দুরদর্শী তৎপরতায় হারিয়ে যাওয়া একটি দামি আইফোন ফিরে পেয়েছেন এক যুবক।
থানার সূত্রে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. রেজাউল করিমের ছেলে মো. ছাব্বির হাসান তার আইফোন হারানোর অভিযোগে কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ৪১৭) করেন। হারানো মোবাইলটির মডেল ছিল iPhone 15 Pro Max, যার আইএমইআই নম্বর: 357164768920517 ও 357164769645840।
জিডি করার পরই ঘটনাটির তদন্তের দায়িত্ব পান থানার এএসআই মো. সাইদুল ইসলাম। তিনি নিরলস প্রচেষ্টা ও দক্ষ তদন্তের মাধ্যমে মোবাইল ফোনটি উদ্ধারে সফল হন। অবশেষে গতকাল (৫ অক্টোবর) রাত ১০টার দিকে উদ্ধারকৃত আইফোনটি মালিক ছাব্বির হাসানের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে কোতয়ালী মডেল থানা পুলিশ।
ফোন হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান, এসআই রুহুল আমিনসহ অন্যান্য পুলিশ সদস্যরা।
হারানো ফোন ফিরে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে ছাব্বির বলেন, “খুব অল্প সময়ের মধ্যেই আমার মূল্যবান ফোনটি উদ্ধার করে দিয়েছেন কোতয়ালী থানার পুলিশ সদস্যরা। আমি তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”
পুলিশের এ দ্রুত পদক্ষেপ ও নাগরিক সেবায় নিবেদিত মনোভাব স্থানীয়দের কাছ থেকেও প্রশংসা কুড়িয়েছে।