প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১০, ২০২৫, ৪:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৭, ২০২৫, ৮:২৫ অপরাহ্ণ
চরমোনাই কামিল মাদ্রাসায় অধ্যক্ষ পদে যোগ্য আলেমের অভিষেক

বেলাল হোসেন সিকদার :: গত পহেলা অক্টোবর চরমোনাই আহসানাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসায় অধ্যক্ষ নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত নিয়োগ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে চরমোনাই কামিল মাদ্রাসার অধ্যক্ষ হলেন মাওলানা গাজী জাফর ইমাম। চরমোনাই কামিল মাদ্রাসার অধ্যক্ষের চেয়ারে বসলেন এমন একজন যোগ্য ব্যক্তি যিনি দীর্ঘ বছর যাবত চরমোনাই কামিল মাদ্রাসার তাফসীর বিভাগের প্রধান হিসাবে কর্মরত ছিলেন।
চরমোনাই আহসানাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসায় গাজী জাফর ইমামকে অধ্যক্ষ নিয়োগ দেওয়ায় আনন্দিত ও উচ্ছ্বাসিত হয়েছেন অত্র মাদ্রাসার শিক্ষক, ছাত্র, অভিভাবক ও কর্মচারীগণ।
সদ্য যোগদানকৃত অধ্যক্ষ মাওলানা গাজী জাফর ইমাম সম্পর্কে জানা যায়, তিনি একজন বিশিষ্ট আলেমে দ্বীন ও শিক্ষানুরাগী এবং উল্লেখযোগ্য একজন ধর্মীয় আলোচক। যিনি তার দক্ষতা দিয়ে সুনামের সাথে দীর্ঘ বছর চরমোনাই আহসানাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসার তাফসীর বিভাগের প্রধানের দায়িত্ব পালন করছিলেন।
চরমোনাই আহসানাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসায় গাজী মোহাম্মদ জাফর ইমামকে অধ্যক্ষ নিয়োগ দেওয়ায় সাবেক বর্তমান ছাত্রদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাসের জোয়ার বইছে যার একটা প্রমাণ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নতুন অধ্যক্ষকে ধন্যবাদ ও স্বাগত জানিয়ে হাজার হাজার পোস্ট করা হয়েছে। অনেকেই ফেসবুক পোস্টে লিখেছেন গাজী মোহাম্মদ জাফর ইমাম একজন আদর্শবান শিক্ষক যিনি আদর্শ ছাত্র গড়ার অন্যতম কারিগর। তার হাতে হাজার হাজার ছাত্র এলেমওয়ালা, আমলওয়ালা হয়েছেন। তার দিক নির্দেশনা পেয়ে অনেকেই পেয়েছেন সঠিক পথের ঠিকানা। এমন একজন যোগ্য লোককে চরমোনাই আহসানাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ নিয়োগ দেয়ায় অত্র মাদ্রাসার গভর্নিং বডি ও অধ্যক্ষ নিয়োগ বোর্ডে যারা ছিলেন সকলকে ধন্যবাদ জানিয়েছেন সাবেক-বর্তমান ছাত্ররা ও অভিভাবগণ।
Copyright © 2025 Crime Times. All rights reserved.