নাজমুল হক মুন্না :: বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের মুগাকাঠী গ্রাম থেকে মারিয়া আক্তার (১৯) নামের এক নববধূ ১০ দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত ২৯ সেপ্টেম্বর সকালে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর থেকে তাঁর কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় মারিয়ার পরিবার চরম উৎকণ্ঠায় রয়েছে।
নিখোঁজ মারিয়া আক্তারের মা কল্পনা বেগম জানান, ওইদিন সকাল ১০টার দিকে একা বাড়ি থেকে বের হন তাঁর মেয়ে। সারাদিন ফিরে না আসায় আত্মীয়-স্বজন, পরিচিতজনদের বাড়ি এবং আশপাশের এলাকায় খোঁজ করা হয়। কোথাও সন্ধান না পেয়ে ২ অক্টোবর উজিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর: ৫৩) করা হয়।
কান্নাজড়িত কণ্ঠে কল্পনা বেগম বলেন,
> “আমার মেয়ে কখনও কাউকে কিছু না জানিয়ে কোথাও যায়নি। আমরা অনেক দুশ্চিন্তায় আছি।”
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে পারিবারিকভাবে মারিয়ার বিয়ে হয় উজিরপুর পৌরসভার বাসিন্দা ও পেশায় অটোরিকশাচালক খোকনের সঙ্গে। তবে বিয়ের পর এখনো আনুষ্ঠানিকভাবে তাকে শ্বশুরবাড়িতে নেওয়া হয়নি।
নিখোঁজ হওয়ার পেছনে বিয়েসংক্রান্ত কোনো দ্বন্দ্ব ছিল কিনা, সে বিষয়েও খতিয়ে দেখছে পুলিশ।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন,
পুলিশ মারিয়ার নিখোঁজের বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করছি। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নেওয়া হচ্ছে এবং প্রযুক্তিগত সহায়তাও নেওয়া হচ্ছে।
এদিকে মারিয়ার সন্ধানে পরিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও তথ্য শেয়ার করছে