নিজস্ব প্রতিবেদক :: এবার বরিশাল সদর আসনে মনোনয়ন প্রত্যাশী আরো দুইনেতার সাক্ষাতকার নিয়েছে কেন্দ্র। গতকাল বৃহস্পতিবার গুলশান কার্যালয়ে তাদের মতামত গ্রহণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হাসান। এ সময় সেখানে বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহবুবুল হক নান্নু উপস্থিত ছিলেন। যারা সাক্ষাতকার দিয়েছেন তারা হলেন : জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন, মহানগর বিএনপির ১নম্বর যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন। এ ব্যাপারে শাহীন ও নাসরিন বলেন, কেন্দ্র থেকে আমাদের ডাকা হয়েছিলো। সেখানে বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে। এ আসনে অনেকেই মনোনয়ন চাইছেন। দল যাকে যোগ্য মনে করবে তার হাতেই আসবে ধানের শীষ। আমাদের মতামত গ্রহণের পাশাপাশি যাকে মনোনীত করা হবে সবাইকে তার পক্ষে কাজ করার জন্য বলা হয়েছে। আমরাও বলেছি ‘দলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। এর আগে গত ২২সেপ্টেম্বর সাক্ষাতকার নেওয়া হয় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক হুইপ মজিবর রহমান সরোয়ার, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ এবং মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুকের।