নিজস্ব প্রতিবেদক :: বরিশালের উজিরপুরের সেনেরহাট বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী প্রত্যেকে ২ বান টিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আলী সুজা তাদের এ সহায়তা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.মোশাররফ হোসাইন।
উল্লেখ্য, গত শুক্রবার দিবাগত গভীর রাত্রে শোলক ইউনিয়নের সেনেরহাট বাজারে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে ব্যবসাযীদের অর্ধ কোটি টাকার বেশী ক্ষতি হয়। ক্ষতিগ্রস্থ দোকানের মধ্যে রয়েছে হার্ডওয়্যার, ফার্মেসী, কাপর, জুতা ও রেস্তোরা, ও মুদী-মনোহারি দোকান। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয় বলে জানা গেছে। সর্বশান্ত ব্যবসায়ীদের আকুতি ও বিত্তবানদের পাশে দাড়ানোর আহ্বান জানিয়ে বরিশাল ক্রাইম নিউজ অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশ করা হয়েছিলো।