নিজস্ব প্রতিবেদক :: বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অত্যাধুনিক হেমাটোলজি ও মেডিসিন ল্যাব চালু।
বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সদ্য নির্মিত হেমাটোলজি ল্যাবরেটরি এবং আধুনিক মেডিসিন ল্যাব সহ পুরো প্যাথলজিক্যাল পরীক্ষায় অটোমেশন পদ্ধতি শুরু হয়েছে। গতকাল রোববার শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মশিউল মুনিম এসব ল্যাব ও অটোমেশন পদ্ধতির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
পরিচালক ব্রিগেডিয়ার ডা. মশিউল মুনিম বলেন, দীর্ঘ প্রচেষ্টার পরে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এখন রোগ নির্ণয়ে সংয় সম্পূর্ণের পথে। গত এক বছরে এ হাসপাতালে আমরা ব্যাপক পরিবর্তন আনতে সক্ষম হয়েছি। ইতোমধ্যে শতাধিক ইলেক্ট্রো মেডিকেল ইকুইপমেন্ট সচল করা হয়েছে। নতুন এসব ল্যাব চালুর ফলে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের পরীক্ষা নিরীক্ষায় বাইরে ছুটতে হবে না বলে জানিয়ে তিনি বলেন, আমরা বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে নই। আমরা পরস্পরের পরিপূরক।
ল্যাব পরিক্ষায় অটোমেশন পদ্ধতি চালু প্রসঙ্গে তিনি জানান, বর্তমান যুগে হাতে লেখা রিপোর্ট অনেক ক্ষেত্রেই গ্রহণযোগ্য হয় না। অটোমেশন পদ্ধতি চালুর ফলে চিকিৎসা প্রার্থীদের ভোগান্তি হ্রাস সহ নির্ভরযোগ্য রিপোর্ট প্রদান নিশ্চিত হবে বলেও জানান তিনি।
রোববার দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ এ সরকারি চিকিৎসা সেবা প্রতিষ্ঠানটিতে অত্যাধুনিক প্যাথলজিক্যাল ল্যাব সমূহ চালুর ফলে এ অঞ্চলের বেশিরভাগ রোগীকে বাড়তি অর্থ ব্যয় করে বেসরকারি ডায়াগনস্টিক ল্যাবে ছুটতে হবে না বলেও জানিয়েছেন হাসপাতালটির চিকিৎসা সংশ্লিষ্টগণ। ####