নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রামের হাটহাজারীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে অপি দাশ (২৬) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এ সময় তাঁর সঙ্গে থাকা এক একজন ছুরিকাঘাতে আহত হন।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে হাটহাজারী উপজেলার চৌধুরীহাট বাজারের দাতারাম সড়কে এ ঘটনা ঘটে। গুরুতর আহত তানিম বর্তমানে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নিহত অপি দাশ ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকার মিন্টু দাশের ছেলে। তিনি হাটহাজারীর চিকনদণ্ডী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের দিকে চৌধুরীহাট বাজার এলাকায় অবস্থান করছিলেন অপি দাশ। হঠাৎ কয়েকজন যুবক এসে তাঁকে লক্ষ্য করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ বলেন, নিহত অপি দাশ হাটহাজারীর চিকনদণ্ডী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। আমরা ঘটনার তদন্ত শুরু করেছি এবং অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে।
চিকনদণ্ডী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এরশাদ জানান, রাত ৯টার দিকে দুর্বৃত্তরা আমার ইউনিয়নের ছাত্রদলের সভাপতি অপি দাশকে কুপিয়ে হত্যা করেছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
স্থানীয়রা জানান, সম্প্রতি এলাকায় দলীয় আধিপত্য নিয়ে কয়েক দফা উত্তেজনা সৃষ্টি হয়। এর জের ধরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তাঁরা সন্দেহ করছেন।
প্রসঙ্গত, এক সপ্তাহ আগে উপজেলার মদুনাঘাট এলাকায় এক বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছিল। সেই ঘটনার মাত্র পাঁচ কিলোমিটার দূরে ছাত্রদল নেতার এই হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।