স্টাফ রিপোর্টার :: ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের পরিবেশক এম এস মামুন এন্টারপ্রাইজ থেকে নগদ টাকা ও মালামালসহ প্রায় ৩০ লাখ টাকা আত্মসাৎ করে পালিয়েছে স্টোরকিপার মোহাম্মদ ইউসুফ তালুকদার। এমন অভিযোগ এনে চলতি মাসের ১৩ অক্টোবর বরিশাল সাহেবেরহাট বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোঃ শওকত হোসেন মামুন।
অভিযোগ সূত্রে জানা গেছে, বরিশাল সদর উপজেলার চরআইচা পুলেরহাট বাজার সংলগ্ন অফিসের স্টোর কিপার পদে কর্মরত ছিলেন বাকেরগঞ্জ উপজেলার আন্দারমানিক গ্রামের মোঃ মোশাররফ তালুকদারের ছেলে ইউসুফ তালুকদার কর্মরত ছিলেন।
চলতি মাসের ৯ অক্টোবর ইউসুফ কাউকে কিছু না বলে স্টোরে থাকা প্রায় নগদ ৩০ লাখ টাকার হিসাব না দিয়ে আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে ইউসুফকে কৌশলে মোহাম্মদ জাবের হাওলাদার মাধ্যমে খুঁজে নিয়ে অফিসে আসলে ১৩ অক্টোবর অফিসের হিসাব বুঝাইয়া দিতে না পেরে দুপুর আড়াইটায় পুনরায় অফিস থেকে পালিয়ে যায়
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোঃ শওকত হোসেন মামুন জানান, আমার ব্যাবসায়িক বিশ্বাসের সুযোগ নিয়ে ইউসুফ বড় ধরনের আর্থিক ক্ষতি করেছে। আমরা আইনি পদক্ষেপ নিচ্ছি।