নিজস্ব প্রতিবেদক :: বরিশাল সদর-৫ আসনে মনিরুজ্জামান ফারুক কে মনোনয়ন দেওয়ার দাবী।
মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক কে বরিশাল সদর আসনে মনোনয়ন দেওয়ার দাবী জানিয়েছেন ৩০টি ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা। গতকাল শুক্রবার বিকেলে নগরীর সরকারি আরজুমনি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ দাবী জানান নেতাকর্মীরা। সভায় মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও সদস্যরাও উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় প্রধান অতিথি মনিরুজ্জামান খান ফারুক বলেন, মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে যে তিনটি বিষয় বলা হয়েছে তার সবগুলো আমার মধ্যে বিদ্যমান। জনসম্পৃক্ততা, সাংগঠনিক দক্ষতা এবং ত্যাগ সবগুলোই আমার আছে। আমি কোন চাঁদাবাজি করিনি। নিজের পকেটের টাকা দিয়ে যখন যা পেরেছি নেতাকর্মীদের সহযোগীতা করেছি। দলের দুর্দীনের সময় আমাকে আহবায়ক করা হয়। সেই থেকে সরকার বিরোধী সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছি। দলের সাথে বেঈমানী করিনি। হাসিনা সরকার পতনের আন্দোলনে সিএন্ডবি রোড এলাকায় আমার উপর হামলা হয়, আমাকে কুপিয়ে গুরুতর জখম করে। সে সময় অনেকেই আমাকে বলেছিলেন পালিয়ে যেতে। কিন্তু আমি নেতাকর্মীদের ছেড়ে যাইনি। আমাকে একাধিক মামলায় আসামী করা হয়েছিলো। আমাকে ঢাকার অনেক মামলায় আসামী করা হয়। আমি গ্রেফতার হলে হাতে-পায়ে ডান্ডাবেড়ি পরিয়ে আদালতে আনা হয়। হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেক জুলুম-অত্যাচারের শিকার হয়েছি। কিন্তু দলের আদর্শ থেকে বিন্দুমাত্র বিচ্যুত হইনি। সুতরাং আমি মনে করি সার্বিক বিষয় বিবেচনা করে দল আমাকে মনোনয়ন দেবে। আর যদি আমি মনোনয়ন না পাই তাহলে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে শতভাগ আন্তরিকতার সাথে কাজ করবো।