নিজস্ব প্রতিবেদক :: যতই ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ততই ব্যস্ত সময় পাড় করছেন বরিশাল জেলা মহিলা দলের সভানেত্রী ফাতেমা রহমান। রাত পোহালেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাস্ট্র মেরামতের ৩১ দফা লিফলেট হাতে সহকর্মীদের নিয়ে গণসংযোগে বেড়িয়ে পড়েন প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে। প্রতিনিয়ত বিরতিহীন ভাবে তাঁর এ গণসংযোগ চলে বেলা ১১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত।
বরিশাল জেলা মহিলা দলের সভানেত্রী ফাতেমা রহমান জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন লক্ষ্য করে জামায়াতে ইসলামী আগেভাগেই তাদের মনোনীত প্রার্থী নির্বাচনী মাঠে নামিয়ে দিয়েছেন। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এখনো প্রার্থী মনোনীত না করার সুযোগ কাজে লাগিয়ে তারা ঘরে ঘরে মহিলা কর্মী পাঠিয়ে তাদের পক্ষে প্রচার প্রচারণা অব্যাহত রেখেছেন। তাই আমরা বরিশাল জেলা মহিলা দল কালক্ষেপণ না স্ব উদ্যোগে নির্বাচনী প্রচার প্রচারণায় নেমে পড়েছি। এরই ধারাবাহিকতায় প্রতিদিন টিম ওয়ার্ক শুরু করেছি। ১০/১২ জনের একেকটি মহিলা টিম বরিশাল-৫ সদর আসনের প্রতিদিন এক ইউনিয়ন থেকে আরেক ইউনিয়ন। এক গ্রাম থেকে আরেক গ্রামে চলছে আমাদের ৩১ দফা রাস্ট্র মেরামতের লিফলেট বিতরণ কার্যক্রম।
ফাতেমা রহমান বলেন, আমরা ইতোমধ্যে বরিশাল সদর উপজেলার রায়পাশা কড়াপুর, জাগুয়া, টুঙ্গবাড়িয়া, চরকাউয়া, চরমোনাই ইউনিয়নের বিভিন্ন এলাকায় রাস্ট্র মেরামতের ৩১ দফা লিফলেট ও গণসংযোগ করেছি। পর্যায়ক্রমে বরিশাল সদর উপজেলার সবকটি ইউনয়নে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।