দিনটির ১ম ধাপে সকাল ১০টায় নিসচার সাংগঠনিক সম্পাদক জুবায়ের ইসলাম চৌধুরীর নেতৃত্বে ব্যানার, ফেসটুন, প্লে-কার্ড, ব্যান্ড দল, চালক, মালিকসহ প্রায় শতাধিক মানুষকে নিয়ে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে থেকে র্যালী শুরু করে নিরাপদ সড়ক চাই বরিশাল জেলা কমিটির সদস্যরা। র্যালীটি সদর রোড, কাকলীর মোড়, নগর ভবন, সিটি মার্কেটসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
২য় ধাপে বেলা ১১টায় অতিরিক্ত জেলা প্রশাসক সুফল চন্দ্র গোলদার এর সভাপতিত্বে পূনরায় আর একটি র্যালী শুরু হয়। র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। র্যালিটি সিটি মার্কেট, কর ভবন, ক্লাব রোড,জিলা স্কুল মোড় হয়ে সার্কিট হাউসে গিয়ে শেষ হয়।
সার্কিট হাউসে বিভিন্ন সংগঠনসহ চালক, মালিক, শ্রমিক ও শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা মূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন,জেলা পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দিন, সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী মো: নাজমুল ইসলাম,নিসচার সভাপতি অধ্যাপক মো: রুহুল আমিন,সাংগঠনিক সম্পাদক জুবায়ের ইসলাম চৌধুরী, বরিশাল মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক ইন্সপেক্টর মো: এখলাছুর রহমান,টিআই মো: বদরুল আলম, হাইওয়ে পুলিশের ওসি মো: আমিনুর রহমানসহ অন্যান্যরা।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিআরটিসি ডিপো ম্যানেজার মো: জুলফিকার আলী ও ট্রাফিক ইন্সপেক্টর মো: মশিউর রহমান, বিআরটিএ বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক কাজী মোঃ শামসুল হক, জেলা অফিসের মোটরযান পরিদর্শক মো: মাহফুজুর রহমান, অফিস সহকারী মো: জহিরুল ইসলাম, মো: ফাইজুর রহমান, মো: রিয়াজুল ইসলাম,মো: রেদওয়ান আহমেদ,আনসার সদস্য মো: শফিকুল ইসলাম, মো: তারেক রহমান,ব্রাকের রোড সেফটি প্রোগ্রাম সমন্বয়কারী মো: নজরুল ইসলাম।
চরকাউয়া বাস মালিক সমিতি সভাপতি, নিসচার সহ-সভাপতি মো: হাবিবুর রহমান চৌধুরী মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মো: শাহীন খান, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ, নারী বিষয় সম্পাদিকা জিন্নাতুন নাজিফা সোমা, ক্রীয়া সম্পাদক মো: আকতার হোসেন, সাংস্কৃতিক সম্পাদক জিহাদ হোসেন, প্রচার সম্পাদক রবীন্দ্রনাথ রবীন, কার্যনির্বাহী সদস্য মো: মানিক ফকির, মো: শহিদ, মো: রিয়াদ আহমেদ জমাদ্দার, মো: জিয়াউর রহমান শামীম, মো: নাঈম হাওলাদার, নথুল্লাবাদ ও রুপাতলী শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, জেলা ট্রাক মালিক সমিতি, রোবার স্কাউট ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
সার্কিট হাউসে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। দূর্ঘটনা ঘটার আগেই চালক, মালিক, যাত্রী এবং যারা সড়ক তৈরী করে তারাসহ এই ৩টি পক্ষকে নিজ নিজ দ্বায়িত্ব যথাযথ পালন করতে হবে। পাশাপাশি আমাদের সবাইকে সতর্ক এবং সচেতন থাকতে হবে। একটা ঘটনা ঘটার পর আর কিন্তু কিছু করার থাকবে না।
তিনি আরও বলেন, আমাদের শিক্ষার্থীদের মাঝে ব্যাপক পরিমাণ প্রচার-প্রচারণা চালাতে হবে। প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সচেতনতা মূলক ভিডিও এবং ডকুমেন্টারি দেখাতে হবে। তারা যদি ছোট বেলা থেকেই সড়ক সংক্রান্ত বিষয়গুলো সম্পর্কে জানতে পারে তাহলে সড়কে মৃত্যুর মিছিল অনেকটাই কমে যাবে। এছাড়াও সবাই যদি সড়ক পরিবহন আইন মেনে চলি তাহলে দুর্ঘটনা নামক ব্যাধী থেকে দেশ ও জাতী রক্ষা পাবে বলে আমরা বিশ্বাস করি।