মশিউর রহমান :: বরিশাল নগরীতে ব্যায়ামাগারে কথা-কাটাকাটির জের ধরে যুবককে ছুরিকাঘাত, শের- ই-বাংলা হাসপাতালে ভর্তি।
নিজস্ব প্রতিবেদক :: বরিশাল সরকারী ব্যায়ামাগারে প্রশিক্ষণার্থীদের অভ্যন্তরীণ বিষয়ে কথা কাটাকাটির জের ধরে প্রশিক্ষক অস্টিন নয়নের ছুরিকাঘাতে আহত হয়েছেন বেশ কয়েকজন প্রশিক্ষণার্থী। গতকাল ২৫শে অক্টোবর বিকেল ৫ টার দিকে কাকলীর মোরস্থ বরিশাল সরকারী ব্যায়ামাগারে এ ঘটনা ঘটে।
জানা যায়, প্রশিক্ষক নয়ন বেশ কয়েকদিন ধরেই প্রশিক্ষণার্থীদের অভ্যন্তরীণ খেলার বিষয়ে হস্তক্ষেপ করে আসছে। এর জের ধরেই গতকাল এই হামলার ঘটনা ঘটান তিনি।
বরিশাল সরকারি ব্যায়ামাগারে অস্টিন নয়নের আকস্মিক ছুরিকাঘাতে আহতরা হলেন নগরীর বাসিন্দা মেহেদী হাসান রাজিব (২৫), হাসিন ইশরাক (২৪) নবীনসহ বেশ কয়েকজন। সবাইকেই এলোপাতাড়ি ছুড়িকাঘাত করেন উন্মাদ নয়ন।
পরবর্তীতে ব্যায়ামাগারের প্রশিক্ষক নয়নের ছুরিকাঘাতে আহতদের রক্তাক্ত অবস্থায় বরিশাল শের-বাংলা- মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার উদ্দেশ্যে প্রেরণ করা হয়।
শের- ই – বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আহতদের মধ্যে রাজিবের অবস্থা সংকটাপন্ন হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা দ্রুত তার অস্ত্রোপচার করেন।
ভুক্তভোগীরা জানান নয়ন প্রায়শই সবার সাথে উন্মাদ আচরন করে, বিনা কারণেই উত্তেজিত হয়ে যান। আজ হঠাৎ এসেই সে বিনাকারণে অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় ভুক্তভোগীরা প্রশিক্ষক নয়নের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।