নিজস্ব প্রতিবেদক :: ঝালকাঠিতে ৮ কেজি গাঁজা উদ্ধার, নারীসহ তিনজন ব্যবসায়ী আটক।
বরিশাল বিভাগের ঝালকাঠিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দুই অভিযানে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) দুপুর থেকে রাত পর্যন্ত নবগ্রাম ও পৌরসভার বিকনা এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
ডিবি সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নবগ্রাম এলাকায় অভিযান চালায়। এ সময় একজন নারী মাদক ব্যবসায়ী গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নাছিমা বেগম (৫৪)-কে আটক করা হয়। পরে তার হাতে থাকা কালো ব্যাগ তল্লাশি করে বাদামী টেপে মোড়ানো দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে নাছিমা বেগম জানায়, তার আরও দুই সহযোগী বিকনা এলাকায় একটি ভাড়া বাসায় অবস্থান করছে। ওই তথ্যের ভিত্তিতে রাত ৯টার দিকে ডিবির দল রুবেল তালুকদারের ভাড়া বাসায় অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ী ছখিনা বেগম (৪০) ও বিলাশ (৩০) পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে। পরে ঘরের আলনার নিচ থেকে কালো রঙের ট্রাভেল ব্যাগে মোড়ানো আরও ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়। দুই দফা অভিযানে মোট ৮ কেজি গাঁজা জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
ঝালকাঠি জেলা গোয়েন্দা শাখার ওসি মোঃ সেলিম উদ্দিন জানান, পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় স্যারের দিক নির্দেশনায় ঝালকাঠি জেলাকে মাদকমুক্ত রাখতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) প্রতিনিয়ত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে থাকি।
এরই ধারাবাহিকতায় বুধবার (২৯ অক্টোবর) নবগ্ৰাম ও পৌরসভার বিকনায় পৃথক দুই অভিযানে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়েছি। মামলা প্রক্রিয়াধীন। ভবিষ্যতে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।