
নিজস্ব প্রতিবেদক :: আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ হা-মীম’র রুহুল আমিনের বিরুদ্ধে।
বরিশাল বিভাগের ভোলার লালমোহনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি জবরদখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের পরিচালক মোঃ রুহুল আমিন’র বিরুদ্ধে। গত (৩০ অক্টোবর বৃহস্পতিবার) সকালে লালমোহন পৌরসভার ৮নং ওয়ার্ড ওয়েস্টার্ন পাড়া এলাকার মুন্সির হাওলা গ্রামের হায়দার আলী হাওলাদার বাড়ির আবু সাইয়েদ হাওলাদার গংদের সাথে এ ঘটনা ঘটে।
এবিষয়ে ভুক্তভোগী আবু সাইয়েদ হাওলাদার অভিযোগ করে বলেন,হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের পরিচালক আওয়ামীলীগের দোষর ও ভূমিদস্যু রুহুল আমিন মাষ্টার,আমার বড় ভাই মুজাম্মেল হক হাওলাদার এর থেকে সুকৌশলে ২০২৪ সালে ২৫.৩৫ শতাংশ জমি আমাদের কাউকে না জানিয়ে গোপনে দলিল করে নেয়।জমি গুলো আমাদের বাড়ির ভিটা, বাগান, পুকুর নালসহ সকল ওয়ারিশগণের যৌথভাবে দখলে রয়েছে। যখন আমরা জানতে পারলাম আমার ভাই মুজাম্মেল হাওলাদার রুহুল আমিন মাস্টারের নিকট জমি বিক্রয় করেছে তারপর আমরা মোকাম ভোলার যুগ্ম জেলা জজ ১ম আদালতে গিয়ে অগ্রখরিদের মামলা দাখিল করি। যাহার মামলা নং-১৮/২০২৪।
আবু সাইয়েদ হাওলাদার আরো জানান, আদালতে জমির অগ্রখরিদের মামলা চালমান থাকা অবস্থা ভূমিদস্যু রুহুল আমিন তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের বসত বাড়ি দখল করার চেষ্টা চালালে আমরা তাদেরকে পতিহত করে মোকাম ভোলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে গিয়ে ফৌজদারি কার্যবিধি ১৪৪/১৪৫ ডিগ্রি জারি করাই যাহার কপি লালমোহন থানায় ও ভূমি অফিসে দেওয়া হয়েছে। এ নিষেধাজ্ঞা চলমান অবস্থায়ও গত (৩০ অক্টোবর) সকালের দিকে রুহুল আমিন মাষ্টারের ছোট ভাই ফখরুল ইসলাম হা-মীম একাডেমির বেশ কিছু শিক্ষক স্টাফ ও কোমলমতি শিক্ষার্থীদের সাথে নিয়ে দেশিয় অস্ত্র, দা, ছেনি, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে আমাদের বাড়ি দখল করার চেষ্টা চালায়।
তখন লালমোহন থানায় খবর দিলে পুলিশ আসার আগে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তবে রুহুল আমিন মাষ্টার ৬৯ খতিয়ানের যে জমি ক্রয় করেছে ওই জমির বর্ননা ও দাগ অনুযায়ী দেখা যাচ্ছে তার বিরোধীয় ক্রয় জমি আমাদের বাড়ির দক্ষিণ পাশে এবং উত্তরের বিলে। অহেতুক ভাবে ভূমিদস্যু রুহুল আমিন আমাদের বাড়ি জবরদখলের চেষ্টা চালায়। এ ঘটনায় আমি আপনাদের ও প্রসাশনের মাধ্যমে সুষ্ঠু বিচারের দাবী জানাচ্ছি। অভিযুক্ত রুহুল আমিন এর ব্যবহৃত মুঠোফোনে একাদিকবার কল দিলেও রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। অপরদিকে তার ছোট ভাই ফখরুল ইসলামের নিকট জানতে চাইলে, তিনি জানান আমাদের বিরুদ্ধে আবু সাইয়েদ হাওলাদারের অভিযোগ মিথ্যা।
তার ভাই আমাদের নিকট জমি বিক্রয় করে ওই জমি আমাদেরকে বুঝিয়ে দিয়েছে সে অনুযায়ী আমরা আমাদের জমি দখলে আছি। এবিষয় লালমোহন থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সিরাজুল ইসলাম নিকট জানতে চাইলে তিনি জানান,আবু সাইয়েদ হাওলাদার নামে এক ব্যক্তি আদালতে গিয়ে ১৪৪/১৪৫ দ্বারা করেছে যাহা বিচারাধীন রয়েছে। তবে দুই পক্ষের যে কোন ব্যক্তি ওই জমিতে কার্যক্রম করা আইনগত অপরাধ।


