নিজস্ব প্রতিবেদক :: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে বিএনপির দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘোষণা অনুযায়ী, বরিশাল সিটি করপোরেশন ও সদর উপজেলা নিয়ে গঠিত সদর আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক হুইপ অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।
মনোনয়ন ঘোষণার পর নগরীর কাউনিয়া সাধুর বটতলা এলাকায় এই বিএনপি নেতার এলাকায় নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। তারা মজিবর রহমান সরোয়ারকে শুভেচ্ছা জানাতে বাসায় যায়।
এ সময় তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় মজিবর রহমান সরোয়ার বলেন, আমি রাজনীতি করতে এসে এমপি হয়েছি, এমপি হওয়ার জন্য রাজনীতি করিনি। মুক্তিযুদ্ধ পরবর্তী সময় থেকে আমি রাজনীতির সাথে যুক্ত। দীর্ঘ সময়ে অনেক চড়াই উৎতারাই পার করতে হয়েছে। বারবার জেল খাটতে হয়েছে, জুলুমের শিকার হতে হয়েছে। দেশের মানুষের কাছে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে এবং আগামীতে আবারও একটি জাতীয়তাবাদী সরকার আসবে বলে আশা রাখছি।
তিনি বলেন, আমরা জনআকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার চিন্তা করছি। বিএনপি গণতন্ত্র উত্তরণের পথে এগিয়ে যাচ্ছে। আমরা বিশ্বাস করি জনতাই ক্ষমতার উৎস, দলের মনোনয়ন ও প্রার্থী বাছাই কার্যক্রমে সেটা আরও একবার প্রমাণিত হলো।
বরিশালবাসীর উদ্দেশ্যে সরোয়ার বলেন, আমি পূর্বেও যেমন: জনগণের জন্য কাজ করছি, আগামীর যে উন্নয়ন বাকি রয়েছে সেগুলো করব। বরিশালের উন্নয়ন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার উন্নয়ন। আমি বরিশাল থেকে বারবার নির্বাচিত হয়েছি।
তিনি আরও বলেন, আমাদের সময়ই বরিশাল বিশ্ববিদ্যালয় হয়েছে, বিভাগ, রেডিও স্টেশনসহ নানা উন্নয়ন হয়েছে। মানুষের অন্যান্য যে দাবিগুলো রয়েছে যেগুলো এখনো হয়নি, সেগুলো আমি করার ব্যবস্থা করব। বরিশালবাসীর দাবি, ছয়লেন রাস্তার, সেটি আমরা ব্যবস্থা করব।
বরিশাল সিটি করপোরেশনের সাথে সমন্বয় হরতে হবে। গ্রামে থেকেও মানুষ যাতে শহরের সুযোগ সুবিধা পায় আমরা সেই ব্যবস্থা করবো। বরিশালবাসীর যে দাবি দাওয়াগুলো রয়েছে আমি সে সমস্যার সমাধান করবো।