নিজস্ব প্রতিবেদক :: নগরীর ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়াবিদ মনিরুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বাদ জোহর বিএম স্কুল মাঠে জানাজা শেষে মুসলিম গোরস্থানে দাফন করা হয়। জানাজার নামাজে অংশগ্রহণ করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেস্টা মজিবর রহমান সরোয়ার, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ, আসাদুজ্জামান খান খসরু, মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রাজন, দৈনিক আজকের পরিবর্তন সম্পাদক কাজী মিরাজ, সৈয়দ আকবর, আনোয়ারুল হক তারিন, এ্যাড. কাজী বশির উদ্দিন, মাহবুবুর রহমান পিন্টু প্রমূখ। উল্লেখ্য, মনিরুল ইসলাম মঙ্গলবার বিকেল সোয়া ৫টার দিকে স্ট্রোক করে ইন্তেকাল করেন। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ও মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।