প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৭, ২০২৫, ৪:০০ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৬, ২০২৫, ১১:৪২ অপরাহ্ণ
বাবুগঞ্জ উপজেলা গণধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মো. সিরাজুল ইসলাম

সাইফুল ইসলাম :: বরিশালের বাবুগঞ্জ উপজেলা গণধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মো. সিরাজুল ইসলাম। গত ৬ নভেম্বর বরিশাল জেলা গণধিকার পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাবুগঞ্জ উপজেলা গণধিকার পরিষদের নবনির্বাচিত সভাপতি মো. রানা আহম্মেদকে সম্প্রতি বরিশাল জেলা গণধিকার পরিষদের সহ-সভাপতি পদে পদায়ন করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. সিরাজুল ইসলামকে বাবুগঞ্জ উপজেলা গণধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত মো. সিরাজুল ইসলাম বাবুগঞ্জ উপজেলা গণধিকার পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন।
মো. সিরাজুল ইসলাম বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের সন্তান। তিনি জাহাঙ্গীরনগর ইউনিয়নে অবস্থিত বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজে প্রভাষক হিসেবে কর্মরত আছেন।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তাঁর এই দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়েছেন উপজেলা গণধিকার পরিষদের নেতাকর্মীরা।
Copyright © 2025 Crime Times. All rights reserved.