প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৯, ২০২৫, ৩:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৮, ২০২৫, ১১:৫২ অপরাহ্ণ
বাবুগঞ্জে গণ অধিকার পরিষদের বর্ণাঢ্য মোটরসাইকেল মহড়া

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) সংসদীয় আসনে নির্বাচনী উত্তাপ ক্রমেই বাড়ছে। বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও নেতা-কর্মীরা নিজেদের অবস্থান জানান দিতে ইতোমধ্যে জোরদারভাবে প্রচার-প্রচারণা শুরু করেছেন। কেউ করছেন মোটরসাইকেল শোভাযাত্রা, কেউ বা প্রচারপত্র বিতরণ ও সভা-সমাবেশের মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছে দিচ্ছেন দলের বার্তা।
এরই ধারাবাহিকতায় শুক্রবার (৭ নভেম্বর) সকালে গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী এইচ. এম. ফারদিন ইয়ামিনের পক্ষে বাবুগঞ্জে এক বর্ণাঢ্য মোটরসাইকেল মহড়া অনুষ্ঠিত হয়। বরিশাল জেলা ও বাবুগঞ্জ উপজেলা গণ অধিকার পরিষদের উদ্যোগে আয়োজিত এই মহড়ায় অংশ নেয় তিন শতাধিক মোটরসাইকেল। তরুণ কর্মীদের উচ্ছ্বাস, স্লোগান ও ট্রাক মার্কার প্রচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
মহড়াটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এই র্যালিটি মাধবপাশা, রহমতপুর, চাঁদপাশা ও দেহেরগতি সহ বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ করা হয়।
উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি প্রভাষক মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মাসুম হাওলাদারের নেতৃত্বে অনুষ্ঠিত এ র্যালিতে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা গণ অধিকার পরিষদের সভাপতি মো. শামীম রেজা ও সাধারণ সম্পাদক এইচ. এম. হাসান।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা গণ অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাজন মৃধা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসিক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো. আল আমিন হাওলাদার, শ্রম বিষয়ক সম্পাদক মো. আবু সায়েম, উপজেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম রিয়াদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বি. এম. ইব্রাহিম, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. নয়ন হোসেন ও সাধারণ সম্পাদক মো. কে. এম. আল আমিনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই মহড়া বাবুগঞ্জে নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
Copyright © 2025 Crime Times. All rights reserved.