নিজস্ব প্রতিবেদক :: পিরোজপুরের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে আবু সাঈদকে নিয়োগ দিয়েছে সরকার। শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, সরকার সম্প্রতি দেশের ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে। এর মধ্যে ৬ জন জেলা প্রশাসককে অন্য জেলায় বদলি করা হয়েছে এবং উপসচিব পদমর্যাদার আরও ৯ জন কর্মকর্তাকে নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সেই তালিকায় পিরোজপুর জেলার নতুন ডিসি হিসেবে আবু সাঈদের নামও অন্তর্ভুক্ত রয়েছে।
নবনিযুক্ত জেলা প্রশাসক আবু সাঈদের আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এর আগে পিরোজপুরের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ আশরাফুল আলম খান। তিনি সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে যুগ্ম সচিব হিসেবে বদলি হয়েছেন। ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর তিনি পিরোজপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন।
দায়িত্বকালীন সময়ে মোহাম্মদ আশরাফুল আলম খান জেলার উন্নয়ন ও স্বচ্ছ প্রশাসন প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখেন। তিনি উপজেলার বিভিন্ন দপ্তরে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নেন এবং শহরের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে নানা উদ্যোগ গ্রহণ করেন।
তার উদ্যোগে পিরোজপুর শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া মৃতপ্রায় ভারানি খাল পুনঃখননের মাধ্যমে প্রাণ ফিরে পায়। এছাড়া পুরাতন বাসস্ট্যান্ড, বেকুটিয়া সেতুর নিচসহ বিভিন্ন স্থানে সৌন্দর্যবর্ধন কার্যক্রম, প্রবীণদের জন্য পার্ক নির্মাণ এবং শহরে একটি ‘সিগনেচার সড়ক’ তৈরির কাজও তার নেতৃত্বে শুরু হয়।
নতুন জেলা প্রশাসক আবু সাঈদের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে পিরোজপুর জেলা প্রশাসনের কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে—এমনটাই আশা স্থানীয়দের।