নিজস্ব প্রতিবেদক :: জামায়াতে বরিশাল-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বারের বিলবোর্ডে আগুন ও ভাসানচর ইউনিয়ন আমীর মাওলানা আবদুর রহমান ফারুকের বাড়িতে আগুন ও বোমা নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা করছে জামাতে ইসলামীর নেতা কর্মীরা।
রবিবার (৯ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় ভাসানচরের দফাদার হাট বাজারের ব্রিজের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনঃরায় ব্রিজে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সভায় সভাপতিত্ব করেন ভাসানচর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমান ফারুক এবং পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মোঃ আহসান হাবিব। সভায় উপস্থিত ছিলেন বরিশাল জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. সাইফুর রহমান, মেহেন্দীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা শহিদুল ইসলাম, কাজিরহাট থানা আমীর মাওলানা আবুল হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজিরহাট থানা সভাপতি মাওলানা ফজলুল হক ও বরিশাল জেলা সহকারী প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জাফর আহমেদ সিদ্দিকীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। সভায় বক্তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।
তারা আরও বলেন, আমাদের ধৈর্য্যকে দুর্বলতা ভাববেন না। জনগণের শান্তিকে ভয় দেখিয়ে ভাঙা যাবে না। গুপ্ত হামলার মাধ্যমে রাজনৈতিক মাঠ দখলের স্বপ্ন দেখেন যারা, এটি তাদের জন্য কড়া সতর্কবার্তা। শান্ত এলাকায় বিশৃঙ্খলা ছড়ানোর দুঃসাহস বরদাশত করা হবে না। ইনশাআল্লাহ আইন ও জনগণ উভয় দিক থেকেই জবাব পাবে এ ধরনের নাশকতার সঙ্গে জড়িতরা।
উল্লখ্য ৮ নভেম্বর রাতে দুর্বৃত্তরা জামায়াত প্রার্থী মাওলানা আব্দুল জব্বার এর একটি বিলবোর্ড আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। পরদিন ৯ নভেম্বর রাত আনুমানিক ৩টায় ইউনিয়ন আমীরের বাড়িতে অগ্নি সংযোগ করে, ককটেল বিস্ফোরণ গুটিয়ে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। এতে জামাত নেতার পাকের ঘর ও রান্না ঘরের কিছু অংশ আগুনে পুড়ে যায়। তবে কেউ হতাহত হয়নি।