ঢাকাশুক্রবার , ১৪ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে গাছ ফেলে মহাসড়ক অবরোধের চেষ্টা দুর্বৃত্তদের

ক্রাইম টাইমস রিপোর্ট
নভেম্বর ১৪, ২০২৫ ৬:১২ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে গাছ ফেলে মহাসড়ক অবরোধের চেষ্টা দুর্বৃত্তদের।

আজ শুক্রবার ভোর ০৩:৪৫ মিনিটে বরিশাল মহানগরীর রুপাতলি ২৬নং ওয়ার্ডস্থ কালিজিরা ব্রিজ সংলগ্ন ঝালকাঠি–বরিশাল–ঢাকা মহাসড়কে অজ্ঞাত দুর্বৃত্তরা রাস্তার পাশের একটি রেইনট্রি গাছ কেটে মহাসড়কের ওপর ফেলিয়ে অবরোধ সৃষ্টির চেষ্টা করে। এতে সড়কে যান চলাচল সাময়িকভাবে বিঘ্নিত হয়।

পরে ০৫:০০ ঘটিকায় খবর পেয়ে বরিশাল কোতোয়ালি থানা পুলিশ, ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত গাছ সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত না হলেও ধারণা করা হচ্ছে, পতিত আওয়ামী লীগের কিছু নেতাকর্মী এ ঘটনা ঘটাতে পারে। তবে বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে।