নিজস্ব প্রতিবেদক :: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের আইনশৃংখলা পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক। সুষ্ঠু নির্বাচন শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না, এর সঙ্গে নির্বাচন কমিশন, রাজনৈতিক দলগুলোর ভূমিকাও রয়েছে। তবে জনগণ নির্বাচনমুখী হলে কেউ কিছু থামিয়ে রাখতে পারবে না। ট্রাইবুনালে শেখ হাসিনার রায়কে ঘিরে সব বাহিনী প্রস্তুত রয়েছে।
রোববার (১৬ নভেম্বর) দুপুরে বরিশাল জেলা পুলিশ লাইন্স পরিদর্শন ও আইনশৃঙ্খলা বাহিনীসহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশে এখন সবাই নির্বাচনমুখী। এছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালোও নয়, খারাপও নয়। মোটামুটি সন্তোষজনক পরিস্থিতি।
নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের ঘটনা নিয়ে তিনি বলেন, বিষয়টি দুই পক্ষ বসে সমাধান করবে। ভবিষ্যতে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহীনি সচেতন থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন ডিআইজি মনজুর মোরশেদ আলম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম, পুলিশ সুপার শরিফ উদ্দিন প্রমুখ।