নিজস্ব প্রতিবেদক :: বরিশাল বিভাগের ভোলার লালমোহন উপজেলায় মো. ফরিদ (৩৭) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার চরভূতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নিজ বসতঘর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফরিদ ওই এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম।
তিনি বলেন, গ্রেফতার ফরিদ নিজেকে কবিরাজ পরিচয় দিতেন। তার টার্গেট ছিল নারীরা। যেসব বাড়িতে পুরুষরা থাকতেন না, সেসব বাড়িতে গিয়ে নারীদের বলতেন স্বামী তাকে ভালোবাসেন না। তার স্বামীর ওপর জিন ভর করেছে। ওই জিন দূর করলে স্বামী তাকে ভালোবাসবেন। যার জন্য ঘরের সকল স্বর্ণালঙ্কার একটি গøাসে রাখতে বলতেন নারীদের। এরপর তার টার্গেটে থাকা নারীকে বিভিন্ন খাল এবং পুকুর থেকে পানি আনতে পাঠাতেন। এই সুযোগে দামি সব স্বর্ণালঙ্কার নিয়ে চম্পট দিতেন ফরিদ।
ওসি বলেন, কয়েকদিন আগে লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের পূর্ব চরউমেদ এলাকার এক ভুক্তভোগী নারী থানায় অভিযোগ করেন। ওই নারীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। তদন্তের একপর্যায়ে বেরিয়ে আসে ফরিদের অভিনব এই প্রতারণার ঘটনা। এরপর মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. এরশাদ উকিল সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে প্রতারক ফরিদকে নিজ বসতঘর থেকে গ্রেফতার করতে সক্ষম হন। এ সময় তার কাছ থেকে প্রতারণা করে নেওয়া স্বর্ণালঙ্কারও উদ্ধার করা হয়েছে।
ওসি মো. সিরাজুল ইসলাম আরো বলেন, ভোলাসহ অন্য জেলায় গিয়েও এ ধরনের প্রতারণা করতেন ফরিদ। তার বিরুদ্ধে এমন প্রতারণার অভিযোগে নোয়াখালী ও ভোলাসহ বিভিন্ন থানায় কয়েকটি মামলা রয়েছে। লালমোহন থানায়ও তার বিরুদ্ধে নতুন করে আরেকটি প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। প্রতারণার বিষয়ে আরো জানতে ফরিদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করা হবে।