নিজস্ব প্রতিবেদক :: বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন পরিষদ এখন মাদকের হটস্পট হয়ে উঠেছে। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলে মাদক বেচাকেনা ও জুয়ার আসর। পরিষদের স্থায়ী ভবন থাকা সত্ত্বেও চলে ভাড়া পরিষদে কার্যক্রম। ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষর সাবেক চেয়ারম্যান মাহাতাব হোসেন সুরুজ তার বাসার সামনে অস্থায়ী কার্যালয় ভাড়া নিয়ে গড়ে তোলে তার সম্রাজ্য। ইউনিয়ন পরিষদের স্থায়ী ভবন থাকা সত্ত্বেও সুরুজ তার সকল কার্যক্রম পরিচালনা করতো অস্থায়ী কার্যালয়ে। কার্যালয়ে চলে ফ্যাসিস্ট চেয়ারম্যান সুরুজের সকল অপকর্ম। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন ইউনিয়ন পরিষদের স্থায়ী জায়গা থাকা সত্ত্বেও চেয়ারম্যান সুরুজ তার লাভের আশায় বাসার সামনে ভাড়া নিয়ে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করে আসছিল কিন্তু এখন তো আর আওয়ামী লীগ সরকার নাই এখন কেন ইউনিয়ন পরিষদ অস্থায়ী কার্যালয়ে ভাড়া নিয়ে করা হবে। স্থানীয় বাসিন্দারা আরো অভিযোগ করে বলেন এখানে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলে মাদক বেচাকেনা ও জুয়ার আসর। ইউনিয়ন পরিষদের জমি দাতারা জানান এখানে ইউনিয়ন পরিষদের বহুতল ভবন করার কথা ছিল কিন্তু এখন আর হচ্ছে না আর এখানে যদি কার্যক্রম না হয় তাহলে আমাদের জমি আমাদের বুঝিয়ে দেয়া হোক। এ বিষয়ে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমরা অবগত ছিলাম না যেহেতু আমাদের অবগত করা হয়েছে সেহেতু আমরা খুব দ্রুত ব্যবস্থা নেব। ইউএনও বরাবর প্রশ্ন রাখলে তিনি জানান যদি ইউনিয়ন পরিষদের স্থায়ীভাবে থাকা সত্ত্বেও কার্যক্রম পরিচালনা করা হয় তাহলে তদন্ত করে খুব দ্রুত ব্যবস্থা নেয়া হবে। এলাকাবাসী ও স্থানীয়দের দাবি পরিষদ আগের মত ফিরে আসুক।