নিজস্ব প্রতিবেদক :: বরিশালে অসহায় মানুষের পাশে মানবিক উদ্যোক্তা আরিফুল ইসলাম রাজীব।
অসহায় ও দুস্থ মানুষের প্রতি সহযোগিতার মানসিকতা আজকাল অনেকটাই কমে গেলেও ব্যতিক্রমী উদাহরণ সৃষ্টি করেছেন মানবিক ব্যক্তিত্ব আরিফুল ইসলাম রাজীব। সমাজের যেকোনো বিপদ-আপদ বা ব্যক্তিগত সংকটে পাশে দাঁড়িয়ে তিনি হয়ে ওঠেন নির্ভরতার নাম। নিজের সাধ্য অনুযায়ী নিঃস্বার্থভাবে মানুষের সাহায্যে এগিয়ে আসাই তার নিত্যদিনের কাজ। সমাজের প্রতি গভীর দায়িত্ববোধ থেকেই তিনি গড়ে তুলেছেন মানবিক অসাধারণ এক দৃষ্টান্ত।
মানবিক কাজের পাশাপাশি রাজীব ভাই সফলভাবে পরিচালনা করছেন বরিশালের বিশ্বস্ত কিস্তিভিত্তিক পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান “সুমনা এন্টারপ্রাইজ”।
প্রধান কার্যালয়: গগন গলির পূর্ব মাথা, এ. করিম আইডিয়াল কলেজ সংলগ্ন, বরিশাল
প্রোপ্রাইটর: আরিফুল ইসলাম রাজীব
এখানে সহজ কিস্তিতে পাওয়া যায় ঘর সাজানোর সকল প্রয়োজনীয় পণ্য। প্রতিষ্ঠানের মূলনীতি—
গ্রাহকের সেবা, আস্থা ও সুবিধাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সুমনা এন্টারপ্রাইজ ইতোমধ্যে বরিশালের মানুষের নির্ভরতার প্রতীক হয়ে উঠেছে।
সুমনা এন্টারপ্রাইজ শুধু পণ্য বিক্রিই নয়—সমাজে নতুন উদ্যোক্তা তৈরিতেও ভূমিকা রাখছে। যেসব ভাই-বোন ব্যবসায়িক উদ্যোগ নিতে চান, তাদের যথাসম্ভব সহযোগিতা প্রদান করা হয়, যা বরিশালের উদ্যোক্তা উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলছে।
📞 01712-468734
📞 01725-497427