নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরীতে গণসংযোগে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, দাঁড়িপাল্লা প্রতীকের জনসমর্থন।
বরিশাল-৫ আসনে জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল রবিবার মাগরিবের নামাজ আদায়ের পর ১৭ নং ওয়ার্ডের পূর্ব বগুড়া রোড জামে মসজিদ এলাকা জুড়ে গণসংযোগ করেন।
গণসংযোগে তার সঙ্গে উপস্থিত ছিলেন ১৭ নং ওয়ার্ড জামায়াতে ইসলামের সভাপতি মোঃ মিজানুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কোতয়ালী শাখার সহকারী সেক্রেটারি ও বরিশাল মহানগরী নেতা মাহমুদুল হাসান কামাল, এবং অধ্যাপক জাহাঙ্গীর কবির, সহকারী সেক্রেটারি কোতয়ালী উত্তর থানা।
গণসংযোগ চলাকালে স্থানীয় মানুষের মধ্যে দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও আস্থার প্রকাশ দেখা যায়। সাধারণ মানুষের মুখে ছিল না কোনো অসন্তোষের ছাপ; বরং হাসিমুখে সবাই প্রার্থী হেলালকে স্বাগত জানায়। ধনী-গরিব, শ্রমজীবী, রিক্সাচালক, মুচিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার সঙ্গে হাত মেলাতে ভিড় করেন, আর তিনিও সর্বস্তরের মানুষকে আন্তরিকভাবে বুকে টেনে নেন। পুরো এলাকাজুড়ে স্লোগান ও উচ্ছ্বাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
গণসংযোগ শেষে পুনরায় পূর্ব বগুড়া রোড জামে মসজিদে এসে সমাবেশের মাধ্যমে কার্যক্রমের সমাপ্তি ঘটে। সেখানে উপস্থিত জনতার উদ্দেশে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন
“আমরা ক্ষমতায় গেলে মানুষের অধিকার রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবো। দারিদ্র্য দূরীকরণে কাজ করবো। দেশের মানুষ হিন্দুসহ সব ধর্মের নাগরিক আমাদের কাছে পূর্ণ নিরাপত্তা পাবে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য।”