বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :: বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মো. রবিউল ইসলাম-এর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফুঁসে উঠেছেন বাবুগঞ্জ উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার বিকেল চারটায় আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে জাহাঙ্গীরনগর ইউনিয়ন বিএনপি ও অংক সংগঠনের উদ্যোগে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মো. রবিউল ইসলামকে যারা নির্মমভাবে হত্যা করেছে এখনো তাদের গ্রেফতার না করায় উদ্বেগ প্রকাশ করেছেন নেতাকর্মীরা তারা জানান দ্রুত গ্রেফতার করে ফাঁসির দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। হত্যাকারীদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন—বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার মাহফুজুল আলম মিঠু,জাহাঙ্গীরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মো.আব্দুল মালেক শিকদার সহ বিএনপির অঙ্গ সংগঠন স্থানীয় সাধারণ জনতা উপস্থিত ছিলেন।