নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরীতে পরিচয়হীন এক শিশু উদ্ধার, স্বজনদের ফিরে পেতে সহযোগিতা চায় পুলিশ।
নগরের সিন্ডবি পোল সংলগ্ন আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক এলাকার কাছ থেকে পরিচয়হীন এক শিশুকে উদ্ধার করেছে স্থানীয়রা। শিশুটির বয়স আনুমানিক ৯ থেকে ১০ বছর। লাল রঙের গেঞ্জি ও নীল ট্রাউজার পরিহিত অবস্থায় শিশুটিকে পাওয়া যায়।
বর্তমানে শিশুটি বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছে। তবে সে তেমন কথা বলতে চাইছে না। শিশুটির স্বজনদের খুঁজে বের করার জন্য পুলিশ সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছে।
এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানিয়েছেন, স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে পুলিশের হেফাজতে দিয়েছে। বর্তমানে শিশুটি তাদের হেফাজতে রয়েছে।
শিশুটিকে তার পরিবারের কাছে পৌঁছে দিতে সকলের সহযোগিতাও কামনা করেন তিনি।
যোগাযোগ: মিজানুর রহমান, অফিসার ইনচার্জ (ওসি), কোতয়ালী মডেল থানা, বরিশাল। মোবাইল: ০১৩২০০৬৫৮২৬।