নিজস্ব প্রতিবেদক :: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অভিযান চালিয়ে ১০৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়। মঙ্গলবার (২৫শে নভেম্বর) ভোরে উপজেলার সোনারামপুর এলাকায় এই অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার ভোর ৫টা ২০ মিনিটের দিকে আশুগঞ্জ থানার একটি টহল দল সোনারামপুর এলাকায় সন্দেহভাজন একটি ট্রাক থামায়। পরে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ১০৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকেই দুইজনকে আটক করা হয় এবং সাক্ষীদের উপস্থিতিতে মাদকগুলো জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন কসবা উপজেলার আতকাপাড়া গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে গোলাম কিবরিয়া (২৫) এবং একই উপজেলার কালতা পূর্বপাড়ার জসিম মিয়ার ছেলে মো. শাকিল (২৩)।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আলম জানান, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।