
নিজস্ব প্রতিবেদক :: বরিশালে বীর মুক্তিযোদ্ধা এবায়দুল হক চাঁনের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন ওয়ার্ডের স্থানীয় BNP ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে দেশনেত্রীর আশু সুস্থতা কামনার পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্যও বিশেষ মোনাজাত করা হয়।
বীর মুক্তিযোদ্ধা এবায়দুল হক চাঁন বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের দেশের গণতন্ত্রের প্রতীক। তার সুস্থতা কামনায় আমরা সবাই আজ একত্রিত হয়েছি। আল্লাহ যেন তাঁকে দ্রুত আরোগ্য দান করেন।”
অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে তবারক বিতরণ করা হয়।


