ঢাকামঙ্গলবার , ২ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে কমিউনিটি ইম্প্যাক্ট অর্গানিজেশন উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে খাতা-কলম-বই বিতরণ

ক্রাইম টাইমস রিপোর্ট
ডিসেম্বর ২, ২০২৫ ১:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে কমিউনিটি ইম্প্যাক্ট অর্গানিজেশন উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে খাতা-কলম-বই বিতরণ!

বরিশালে একটি নতুন ধরার সেবামূলক সংগঠন বরিশাল কমিউনিটি ইম্প্যাক্ট অর্গানাইজেশন উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে খাতা কলম বই বিতরণ করেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ।

অনুষ্ঠানের সভাপতি করেন ইটালি প্রবাসী মোহাম্মদ এমদাদ হোসেন। সংগঠনের নীতি আদর্শ সাহায্য কিছু আশ্বাস প্রত্যয় ঘটিয়ে চলছে। বরিশাল কমিউনিটি ইম্প্যাক্ট অর্গানাইজেশনের সদস্যরা হতদরিদ্র, অসহায় শিক্ষার্থীদের পাশে সর্বদা আছে এবং থাকবে।

বরিশালের দূরবর্তী এলাকায় অসহায় পরিবারের জন্য একটি মানবিক সহযোগিতা কার্যক্রম পরিচালনা করেছে। যুক্তরাষ্ট্র থেকে প্রতিষ্ঠাতা কমরুন নাহার পুরো উদ্যোগটি সমন্বয় করেন, আর মাঠপর্যায়ের কাজগুলো বাংলাদেশে সিইও মো. সালাউদ্দিন সিকদার এর নেতৃত্বে স্বেচ্ছাসেবক দল সম্পন্ন করেন।

এই কার্যক্রমে শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও একটি ভূমিকা রাখতে পারবে এই আশ্বাসকে সামনে রেখে কার্যক্রম অব্যাহত থাকবে ।

এটি BCIO-এর মানবিক সেবা, সহমর্মিতা এবং প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর প্রতিশ্রুতির একটি সুস্পষ্ট উদাহরণ।অনুষ্ঠানে আরো অনেকে উপস্থিত থেকে একটি প্রাণচঞ্চল্যর অনুভূতি রয়েছে সবার মাঝে।