প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২, ২০২৫, ১:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২, ২০২৫, ১:৫১ পূর্বাহ্ণ
খালেদা জিয়াকে ভিভিআইপি ব্যক্তি ঘোষণার সিদ্ধান্ত সরকারের

নিজস্ব প্রতিবেদক :: সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ বা ভিআইপি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর জন্য বিশেষ নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা পরিষদের মিটিংয়ে এ সিদ্ধান্ত হয়। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা ফিরোজা থেকে তাকে হাসপাতালে নেয়া হয়।
Copyright © 2025 Crime Times. All rights reserved.