আন্তর্জাতিক ডেস্ক :: সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় লেডি বাইকার ক্যারেন সোফিয়া কুইরোজ রামিরেজ!
দক্ষিণ আমেরিকার পরিচিত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও বাইকার ক্যারেন সোফিয়া কুইরোজ রামিরেজ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। কলম্বিয়ার ফ্লোরিডাব্লাঙ্কাতে গত ২৬ নভেম্বর ঘটে এই দুর্ঘটনা। সোফিয়া, যাকে তার ভক্তরা ‘বাইকারগার্ল’ নামে চেনেন, মৃত্যুকালে ছিলেন মাত্র ২৫ বছর বয়সী।
স্থানীয় ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, দুর্ঘটনার সময় রামিরেজ তার মোটরসাইকেল চালানোর সময় লেন পরিবর্তন করতে গিয়ে দুইটি ট্রাকের মাঝখানে পড়ে যান এবং নিয়ন্ত্রণ হারান। পরে রাস্তার একপাশে থাকা একটি গাড়ির সঙ্গে সংঘর্ষের পর অন্য পাশ থেকে আসা একটি ট্রাক তার ওপর চাপা দেয়।
কলম্বিয়ার পরিবহন কর্মকর্তা জাহির আন্দ্রেস কাস্তেলানোস জানিয়েছেন, দুর্ঘটনার কারণ বোঝার জন্য প্রত্যক্ষদর্শীর সাক্ষাৎকার এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। তদন্তের মূল লক্ষ্য হলো নিশ্চিত করা যে, রামিরেজের মর্মান্তিক মৃত্যুতে অন্য কোনো চালক দায়ী কি না।
চাঞ্চল্যকর দিক হলো, দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগে সোফিয়া এক পোস্টে নিজের সম্ভাব্য দুর্ঘটনার বিষয়ে হালকা স্বরেই ভবিষ্যদ্বাণী করেছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, “আমি আশা করি ক্র্যাশ হবে না, কারণ আমি আমার চশমা ছাড়া বাইক চালাচ্ছি।” জানা গেছে, বাইক চালানোর সময় তিনি যে চশমা ব্যবহার করতেন তা হারিয়ে ফেলেছিলেন।
এই দুর্ঘটনা সোশ্যাল মিডিয়ায় তার ভক্তদের মধ্যে শোকের ছায়া ফেলেছে এবং বাইক চালানোর সময় নিরাপত্তা মেনে চলার গুরুত্ব আবারও স্মরণ করিয়ে দিয়েছে।