
নিজস্ব প্রতিবেদক :: বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে অধিদপ্তরের একটি চৌকস টিম বিসিসি ২৯নং ওয়ার্ডের দক্ষিণ বাঘিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করে।
বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপ-পরিদর্শক ইসমাইল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৮টার দিকে দক্ষিণ বাঘিয়া হযরত শাহজালাল (র.) সড়কের হালিমা কটেজের সামনে দুই সন্দেহভাজনকে ঘেরাও করে তল্লাশি করা হয়। এসময় সজল নামে এক ব্যক্তির লুঙ্গির কোচ থেকে নীল পলিথিনে মোড়ানো ৫০০ পিস ইয়াবা এবং শওকত নামে আরেক ব্যক্তির প্যান্টের ডান পকেট থেকে নীল পলিথিনে মোড়ানো ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মোট ৯০০ পিস ইয়াবাসহ দুজনকেই ঘটনাস্থল থেকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, নগরীর দক্ষিণ বাঘিয়া এলাকার হযরত শাহজালাল (রঃ) সড়কে হালিমা কটেজের মৃত কামরুল গাজীর পুত্র সজল গাজী (৩০) ও বিসিসি ০২ নং ওয়ার্ডস্থ জানুকিসিংহ রোডের বাসিন্দা মৃত সুলতান আহমেদের পুত্র শওকত আহমেদ (৫৫)।
বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে আরো জানানো হয়, আসামীদের বিরুদ্ধে বরিশাল এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, সজল গাজীর বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। একইভাবে শওকত আহমেদ—যিনি পেশায় বরিশাল আদালতের একজন আইনজীবীর সহকারী—তার বিরুদ্ধেও অতীতে একাধিক মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।


