ঢাকাবুধবার , ৩ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

আমরা মানবরচিত আইনের সংবিধান দেখতে চাই না মদিনার ইসলাম কায়েম করতে চাই, অধ্যাপক মুজিবুর রহমান

ক্রাইম টাইমস রিপোর্ট
ডিসেম্বর ৩, ২০২৫ ১২:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, আমরা মানবরচিত আইনের সংবিধান দেখতে চাই না মদিনার ইসলাম কায়েম করতে চাই, সংস্কারের মাধ্যমে আমরা সংবিধান থেকে ইসলামবিরোধী ধারা বাতিল করতে চাই।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে ‘পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচনের পূর্বের গণভোটসহ পাঁচ দফা’ দাবিতে আন্দোলনরত আট দলের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বিভাগীয় সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং জামায়াত নেতা আব্দুল্লাহ মুহাম্মাদ তাহেরের আরোগ্য কামনা করেন নেতারা।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আমরা আট দল ঐক্যবদ্ধ হয়েছি ইসলামী কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। আমরা আল্লাহর দলে থাকতে চাই। আসুন, আমরা এক সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কোরআনের আইন চালু করি।

তিনি আরও বলেন, একটি দলকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু তাদের যারা সহযোগিতা করেছে তাদেরও নিষিদ্ধ করার দাবি জানাই। আমরা অনেকে আগে পীর পছন্দ করতাম না। আমিও ছাত্রজীবনে এমনটা মনে করতাম। কিন্তু আজকে চরমোনাই পীর সাহেবের পাশে বসে মনে হলো তিনি শুধু পীর নন, তিনি এদেশের ইসলাম প্রতিষ্ঠার একজন মহাবীর।

সবশেষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী সমমনা ৮ দলকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মুজিবুর রহমান।

সমাবেশে বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, সহকারী মহাসচিব মুফতি সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল বাসির আজাদ, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন।

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান, সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চাঁন ও জেনারেল সেক্রেটারি নিজামুল হক নাঈম।

 

এর আগে মঙ্গলবার দুপুর ১২টায় বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক মাঠে ইসলামী সমমনা আট দলের বিভাগীয় সমাবেশ শুরু হয়। সমাবেশে আট দলের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। সমাবেশ ঘিরে বেলা ১১টা থেকেই বরিশাল বিভাগের ছয় জেলা থেকে সড়ক এবং নৌপথে বরিশালে আসতে থাকেন আট দলের নেতাকর্মীরা।