পারভেজ :: বাংলাদেশের আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বরিশাল মহানগর বিএনপির অন্তর্ভুক্ত ২১ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে দোয়া মোনাজাত ও কোরআন খতম অনুষ্ঠিত হয়েছে।
২রা ডিসেম্বর মঙ্গলবার রাত ৮ টায় নগরীর গোরস্থান রোডের গার্লস গাইড এসোসিয়েশন এর সম্মুখে এই আয়োজন করা হয়। উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরীন।
উক্ত আয়োজনে বিএনপির নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম এর বরগুনা জেলার টিম সদস্য সাইফুল ইসলাম, বরিশাল মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক জহিরুল ইসলাম লিটু,সদস্য সিরাজুল হক মৃধা,মেহেদী, নুরুল ইসলাম পনির সহ স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফরোজা খানম নাসরীন। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের নির্যাতিত গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অনন্য ভূমিকা রেখেছেন। তাঁর দ্রুত সুস্থতা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য অত্যন্ত প্রয়োজন।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত, দোয়া এবং বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ সাইফুল ইসলাম।