নিজস্ব প্রতিবেদক :: সিটি কর্পোরেশনের প্লানবিহীন নির্মানকাজ দ্রুত বন্ধ করার আবেদন জানিয়েছেন নগরীর সদররোডস্থ টাউন হল সংলগ্ন (উত্তর পাশর্^) এলাকার বাসিন্দা হোমায়রা ইয়াসমিন নামে এক নারী। বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর দেওয়া অভিযোগে তিনি উল্লেখ করেন ‘প্রতিবেশী প্লান ছাড়া বাড়ীর নির্মান কাজ অব্যাহত রেখেছেন। প্লান ও ভবন কোর্ড না মেনে নির্মান কাজ করায় আমাদের ভোগ দখলীয় মালিকানাধীন বাড়িতে প্রতিবেশীর কার্নিশ সানসেট এসে পড়ে। এতে আমি ভীষনভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। তাছাড়া মহানগর ও বিভাগীয় শহরে প্লান ব্যতিত বাড়ী নির্মান করলে আইনগত অবৈধ ও দন্ডনীয় অপরাধ। আবেদনকারী এজন্য অবৈধভাবে নির্মিত দেওয়াল ও স্থাপনা ভেঙ্গে ফেলার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন জানিয়েছেন।