নিজস্ব প্রতিবেদক :: বরিশালে গভীর রাতে চার ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ।
বরিশালের গৌরনদীতে ৪ ডাকাত সদস্যকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে গৌরনদী উপজেলার বাটাজোর বাসস্ট্যান্ডে থেকে স্থানীয়রা তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন- বরিশাল শহরের বাসিন্দা অশোক, গৌরনদীর নলচিড়া গ্রামের হৃদয় ও তার ভাই তারেক, স্বরূপকাঠী এলাকার তসলিম।
আটকদের কাছ থেকে একটি সিএনজি ও ডাকাতির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, মধ্যরাতে একটি সিএনজিতে চার যুবককে দেখে বাটাজোর বন্দরের পাহারাদারদের সন্দেহ হয়। পরবর্তীতে তাদের গতিরোধ করার চেষ্টাকালে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয়দের সহায়তায় ধাওয়া করে ওই সিএনজির চালকসহ চারজনকে আটক করে গণপিটুনি দিয়ে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আহতাবস্থায় আটক চারজনকে উদ্ধার করেছে। পরবর্তীতে আহতদের উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানা হেফাজতে আনা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।