নিজস্ব প্রতিবেদক :: ঝালকাঠির নবাগত পুলিশ সুপার মিজানুর রহমানের যোগদান ও দায়িত্বভার গ্রহণ।
বরিশাল বিভাগের ঝালকাঠি জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন নবাগত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ।
শনিবার বিকেলে নবাগত পুলিশ সুপার ঝালকাঠি পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হলে জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মসাইফুল ইসলাম, নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান। জেলা পুলিশের ঊর্ধ্বতন অফিসার ও ফোর্সদের সঙ্গে পরিচিত হন এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সাইফুল ইসলাম, নিকট থেকে জেলার দায়িত্বভার গ্রহণ করেন। পুলিশ সুপার দায়িত্বভার গ্রহণ শেষে পুলিশ সুপারের কার্যালয়ে অত্র জেলার সকল সার্কেল, অফিসার ইনচার্জগণ ও অন্যান্য ইউনিট ইনচার্জগণের সাথে মতবিনিময় করেন। এসময় উপস্থিত অফিসারদের কথা মনোযোগ সহকারে শুনেন এবং জেলা পুলিশের সর্বিক কার্যক্রমকে গতিশীল করার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, নবাগত পুলিশ সুপার ২৫ তম বিসিএস পুলিশ ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসাবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিঁনি বর্ণাঢ্য চাকুরী জীবনে পুলিশের বিভিন্ন ইউনিটে সুনাম ও দক্ষতার সহিত পেশাগত দায়িত্ব পালন করেন। ঝালকাঠি জেলায় যোগদানের পূর্বে তিঁনি গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।
যোগদান শেষে নবাগত পুলিশ সুপার জানান, “ঝালকাঠি জেলাকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণের জন্য তিনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এ কাজে তিনি জেলার সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন।”ঝালকাঠিবাসী নতুন পুলিশ সুপারের নেতৃত্বে একটি নিরাপদ ও অপরাধমুক্ত জেলা প্রত্যাশা করছে।