ঢাকারবিবার , ৭ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল নগরীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পরিবারের পাশে দাঁড়ালেন মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন

ক্রাইম টাইমস রিপোর্ট
ডিসেম্বর ৭, ২০২৫ ৭:৪৪ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

‎পারভেজ, বরিশাল প্রতিনিধি :: ‎বরিশাল নগরীর বাজার রোড দপ্তর খানায় শনিবার বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান ও একটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। বেলা সাড়ে ৩টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়লে স্থানীয়রা পানি ঢালাসহ আগুন নেভানোর সর্বোচ্চ চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।


‎মুহূর্তে শেষ হয়ে যায় ব্যবসায়ীদের দীর্ঘদিনের পরিশ্রম। আগুনে দোকান পুড়ে গেছে, জীবন রবি দাসের জুতার দোকান, নুরনবি জন্টুর ফার্নিচার, বারেক মিয়ার কসমেটিকস, শাহ আলমের কাঁচামালের দোকানসহ একটি ভ্যানগাড়ি।



‎দোকান মালিকদের কেউই আগুনের হাত থেকে মালামাল বের করতে পারেননি। পুড়ে যাওয়া দোকানগুলোর সামনে দাঁড়িয়ে মালিকরা কান্নায় ভেঙে পড়েন। বহু বছরের স্বপ্ন, পরিশ্রম আর মূলধন মুহূর্তেই ছাই হয়ে যায়। ঘটনার খবর পৌঁছাতেই দ্রুত ঘটনাস্থলে আসেন মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার জিয়া।


‎আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর ভেতরে ঢুকে ক্ষতিতে তিনি মর্মাহত হন, একে একে প্রতিটি দোকান মালিকদের সঙ্গে কথা বলেন, তাদের হৃদয়বিদারক কথা শোনেন এবং দীর্ঘসময় পাশে দাঁড়িয়ে থাকেন।


‎তিনি বলেন, এ ঘটনাটি সত্যিই হৃদয়বিদারক। মানুষের জীবনের সঞ্চয় ও পরিশ্রম এভাবে পুড়ে যেতে দেখা খুব কষ্টের। আপনাদের ক্ষতি কোনো হিসেবেই পূরণ করা সম্ভব নয়। তবে আল্লাহর রহমত, আপনারা সবাই নিরাপদে আছেন এটাই ‎বড় নেয়ামত।


‎ক্ষতিগ্রস্তরা নিজেদের দুঃখ জানালে তিনি তাদের সান্ত্বনা দেন এবং বলেন, কঠিন সময়েই মানুষের পাশে থাকা সবচেয়ে বড় দায়িত্ব। আপনাদের পাশে আমরা ছিলাম, আছি এবং থাকবো। যে সহায়তা প্রয়োজন হবে, আমরা আমাদের জায়গা থেকে সম্ভব সেরাটা করার চেষ্টা করবো। এসময় তিনি দোকান মালিকদের সহায়তার জন্য  সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান।