নিজস্ব প্রতিবেদক :: বরিশালে এনএসআই তথ্যের ভিত্তিতে দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড।
জেলা এনএসআই বরিশাল কার্যালয়ের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (তারিখ উল্লেখযোগ্য হলে যোগ করুন) বরিশাল জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর যৌথ অভিযানে দুটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
দিবাগত ১২:০০টা থেকে ১:৩০টা পর্যন্ত অভিযানে নগরীর সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের বিপরীতে মুসলিম পাড়ায় অবস্থিত অর্পিতা গৌরনদী মিষ্টান্ন ভাণ্ডার–এর কারখানা পরিদর্শন করা হয়। সেখানে মানহীন ও বিষাক্ত রং মিশ্রিত মিষ্টি উৎপাদন এবং কারখানার ভেতরেই শৌচাগার স্থাপনসহ স্বাস্থ্যঝুঁকিপূর্ণ পরিবেশ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৬০,০০০ টাকা অর্থদণ্ড করা হয়। ঘটনাস্থলেই অর্থদণ্ড আদায় করা হয়।
এরপর বিকেল ২:০০টা থেকে ৩:১০টা পর্যন্ত নগরীর ৬নং ওয়ার্ডের নিউ সদর রোডস্থ মারুফ সুপার স্পেশাল কারখানায় অনুমোদনহীন ও বিষাক্ত রং মিশ্রিত আইসক্রিম উৎপাদনের প্রমাণ মেলে। এতে প্রতিষ্ঠানটিকে ১০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
এনএসআই বরিশাল কার্যালয়ের সদস্যরা দীর্ঘদিন ধরে ভেজালবিরোধী অভিযানের অংশ হিসেবে উভয় কারখানায় গোপন নজরদারি চালান। ক্রেতার ছদ্মবেশে পণ্য সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষায় নিম্নমানের খাবার ও কাপড়ের রং ব্যবহারের বিষয়টি নিশ্চিত হলে জেলা প্রশাসন ও বিএসটিআই যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
অভিযানে নেতৃত্ব দেন বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শাফিনুর রহমান আকন্দ। এসময় আনুমানিক ৭০০০–৮০০০ পিস আইসক্রিম ও নিম্নমানের মিষ্টি জব্দ করে ধ্বংস করা হয়।