নিজস্ব প্রতিবেদক :: বরিশালে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া : প্রধান অতিথি ধানের শীষের প্রার্থী, সরোয়ার।
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গতকাল বিকেলে সদর উপজেলার রায়পাশা-কড়াপুর স্কুল মাঠে কোরআন খতম ও দোয়া-মিলাদের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সদর আসনে ধানের শীষের প্রার্থী মজিবর রহমান সরোয়ার। উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আমিন এর ব্যক্তিগত আয়োজনে দোয়া-মিলাদে আরো উপস্থিত ছিলেন জেলা দক্ষিণ বিএনপির আহবায়ক আবুল কালাম শাহীন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ আকবর, সহ সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিন, বিএনপি নেতা মাহমুদ হোসাইন আল মামুন সহ আরো অনেকে। পরে মজিবর রহমান সরোয়ারের নেতৃত্বে রায়পাশা-কড়াপুর এলাকায় ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।